শপথে অনড় সুলতান-মোকাব্বির ঢাকা, ৩১ জানুয়ারি- একাদশ সংসদে নির্বাচিত গণফোরামের দুজনই শপথ নিতে এখনো অনড়। কিন্তু এরআগে ফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জানান, সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন না। একাদশ নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ঐক্যফন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে সুলতান মনসুর বলেন, সময়ই কথা বলে। সময় হলেই দেখতে পাবেন। অপরদিকে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসনে নির্বাচিত হন। শপথের বিষয়ে মোকাব্বির খান বলেন, শপথের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদে যাওয়া ও না যাওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। শপথ গ্রহণে ইতিবাচক ছিলেন- এমন প্রশ্নে তিনি বলেন, এখনো তো ইতিবাচক আছি। ব্যক্তিগতভাবে ইতিবাচক। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত তো এখনো হয় নাই। দলীয় সিদ্ধান্ত না হলে, কি করবেন?- জবাবে মোকাব্বির বলেন, সংসদে যাবো না। তবে শেষ কথা হলো, আমি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। সুতরাং যেখানে সিদ্ধান্ত হবে, সেখানে তো আমারও ভূমিকা থাকবে! যদিও বৃহস্পতিবার বিকেল রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, এটা তো স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, তারা শপথ নেবেন না। সূত্র: ডেইলি বাংলাদেশ এমএ/ ১০:৩৩/ ৩১ জানুয়ারি

ঢাকা, ৩১ জানুয়ারি- একাদশ সংসদে নির্বাচিত গণফোরামের দুজনই শপথ নিতে এখনো অনড়। কিন্তু এরআগে ফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জানান, সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন না। একাদশ নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ঐক্যফন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে সুলতান মনসুর বলেন, সময়ই কথা বলে। সময় হলেই দেখতে পাবেন। অপরদিকে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসনে নির্বাচিত হন। শপথের বিষয়ে মোকাব্বির খান বলেন, শপথের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদে যাওয়া ও না যাওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। শপথ গ্রহণে ইতিবাচক ছিলেন- এমন প্রশ্নে তিনি বলেন, এখনো তো ইতিবাচক আছি। ব্যক্তিগতভাবে ইতিবাচক। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত তো এখনো হয় নাই। দলীয় সিদ্ধান্ত না হলে, কি করবেন?- জবাবে মোকাব্বির বলেন, সংসদে যাবো না। তবে শেষ কথা হলো, আমি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। সুতরাং যেখানে সিদ্ধান্ত হবে, সেখানে তো আমারও ভূমিকা থাকবে! যদিও বৃহস্পতিবার বিকেল রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, এটা তো স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, তারা শপথ নেবেন না। সূত্র: ডেইলি বাংলাদেশ এমএ/ ১০:৩৩/ ৩১ জানুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Rqkd0I

Post a Comment

0 Comments