বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছি: মোমেন ঢাকা, ৩১ জানুয়ারি- বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার জন্য আলোচনা করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর আরেক খুনি মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনা হয়েছিলো। সেভাবে খুনি রাশেদ চৌধুরীকেও ফেরত দিতে বলেছি। রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কি বলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বলেছেন, তিনি বিষয়টি ওয়াশিংটনে জানাবেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য ইত্যাদি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশ যেন উইন উইন অবস্থায় যেতে পারে আমরা সে লক্ষ্যে কাজ করবো। এমএ/ ০৯:৩৩/ ৩১ জানুয়ারি
শ্রমিকদের জন্য ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ উদ্বোধন ঢাকা, ৩১ জানুয়ারি- শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের সুবিধার্থে চালু করা হয়েছে টোল ফ্রি হেল্প লাইন ১৬৩৫৭। এ সেবার আওতায় কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমিক কোনো চার্জ ছাড়াই দিনরাত ২৪ ঘন্টা তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পেলে সংশ্লিষ্টরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এই হেল্পলাইন সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মজুরি কাঠামোর কয়েকটি গ্রেডে আশানুরূপ বেতন বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকদের মধ্যে কিছুটা অসন্তোষের জন্ম হয়েছিল। শ্রমবান্ধব সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর আগ্রহ এবং ঐকান্তিক প্রচেষ্টা ও মালিক শ্রমিকদের আন্তরিকতায় মজুরি সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব হয়েছে। মন্নুজান সুফিয়ান বলেন, রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস। এখানকার সব মালিকের সক্ষমতা সমান না হওয়ায় ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন একটি কঠিন কাজ। পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করে ২৯টি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছি। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত শ্রমিকদের সঙ্গে সংযোগে থাকতে চাই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম সচিব আফরোজা খাঁন, অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সবাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ। এমএ/ ০৯:৩৩/ ৩১ জানুয়ারি
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →
0 Comments