সুষ্ঠু নির্বাচন দেশপ্রেমের অভিব্যক্তি: মাহবুব তালুকদার ঢাকা, ০৩ ফেব্রুয়ারি- নির্বাচনে লোভ ও চাপের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।কোনো নির্বাচনেই শিথিলতার কোনো সুযোগ নেই।মনে রাখবেন সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি। রোববার (০৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহবুব তালুকদার বলেন, কমিশনের সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রাখাতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্বপালন করতে হবে। এতে আপনাদের সফলতা কামনা করি। তিনি বলেন, প্রশিক্ষণকে আমি সর্বদা দুধারী ছুরি বলে অভিহিত করি।ছুরি মানেই নেতিবাচক শব্দ নয়। ছুরি যখন ঘাতকের হাতে। তখন অবশ্যই তা নেতিবাচক। কিন্তু ছুরি যখন একজন সার্জনের হাতে, তখন তা মানুষের কল্যাণে নিয়োজিত। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ শুধু উপজেলার নির্বাচনের জন্য নয়। আপনাদের সারাজীবনের জন্য সঞ্চয় হয়ে থাকবে।যেমন উপজেলা নির্বাচনে ভোটিং মেশিন বা নির্বাচনে প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার একটি নতুন ও আধুনিক বিষয়।ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা প্রদানও ইভিএমে ডেমো ও মক ভোটিং সম্পর্কে ধারণা আপনাদের জ্ঞানের পরিধিকে বহু বিস্তৃত করবে বলে আমি আশা করি। প্রশিক্ষকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মাহবুব বলেন, আপনারা যেহেতু প্রশিক্ষকদের প্রশিক্ষক। তাই আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। এখানকার প্রত্যেকটি আলোচ্য বিষয়কে আপনাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। কোনো বিষয়বস্তু সম্পর্কে কারো অস্পষ্টতা থাকলে তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়। কোনো বিষয়ে যদি কারো বিভ্রান্তি থাকে, তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন।তাদের মধ্যে সেই বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা রয়েছে।এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। এইচ/১৪:০৯/০৩ ফেব্রুয়ারি

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি- নির্বাচনে লোভ ও চাপের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।কোনো নির্বাচনেই শিথিলতার কোনো সুযোগ নেই।মনে রাখবেন সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি। রোববার (০৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহবুব তালুকদার বলেন, কমিশনের সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রাখাতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্বপালন করতে হবে। এতে আপনাদের সফলতা কামনা করি। তিনি বলেন, প্রশিক্ষণকে আমি সর্বদা দুধারী ছুরি বলে অভিহিত করি।ছুরি মানেই নেতিবাচক শব্দ নয়। ছুরি যখন ঘাতকের হাতে। তখন অবশ্যই তা নেতিবাচক। কিন্তু ছুরি যখন একজন সার্জনের হাতে, তখন তা মানুষের কল্যাণে নিয়োজিত। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ শুধু উপজেলার নির্বাচনের জন্য নয়। আপনাদের সারাজীবনের জন্য সঞ্চয় হয়ে থাকবে।যেমন উপজেলা নির্বাচনে ভোটিং মেশিন বা নির্বাচনে প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার একটি নতুন ও আধুনিক বিষয়।ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা প্রদানও ইভিএমে ডেমো ও মক ভোটিং সম্পর্কে ধারণা আপনাদের জ্ঞানের পরিধিকে বহু বিস্তৃত করবে বলে আমি আশা করি। প্রশিক্ষকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মাহবুব বলেন, আপনারা যেহেতু প্রশিক্ষকদের প্রশিক্ষক। তাই আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। এখানকার প্রত্যেকটি আলোচ্য বিষয়কে আপনাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। কোনো বিষয়বস্তু সম্পর্কে কারো অস্পষ্টতা থাকলে তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়। কোনো বিষয়ে যদি কারো বিভ্রান্তি থাকে, তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন।তাদের মধ্যে সেই বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা রয়েছে।এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। এইচ/১৪:০৯/০৩ ফেব্রুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SlqNKq

Post a Comment

0 Comments