খুব বড় অফিসার হয়ে গেছো, ক্ষমতা দেখাও: ভূমি প্রতিমন্ত্রী চট্টগ্রাম, ০৩ ফেবরুয়ারি- চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ সফরে গিয়ে দুর্নীতিতে অভিযুক্ত এক সার্ভেয়ারকে শাসিয়েছেন প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।ওই সার্ভেয়ারের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, খুব বড় বড় অফিসার হয়ে গেছ? আমাদের চেয়েও বড় অফিসার হয়ে গেছ? মানুষকে ক্ষমতা দেখাও? রোববার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ শাখায় আসেন। এ সময় বাঁশখালীর শিহাব উদ্দিন নামে এক ব্যক্তি মন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, অফিসের সার্ভেয়ার পরমেশ্বর চাকমা তার ফাইল আটকে রেখেছে। তাকে নানাভাবে হয়রানি করছে। এ সময় মন্ত্রী সার্ভেয়ার পরমেশ্বরকে তাৎক্ষণিক ডেকে পাঠান। তার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে। বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা কেন? মানুষকে হয়রানি করা-এসব কেনো? পরমেশ্বরকে শাসিয়ে তিনি বলেন, এসবের কারণ কি? তোমরা কি খুব বড় অফিসার হয়ে গেছো? মানুষকে ক্ষমতা দেখাও? এসব সহ্য করা হবে বলে সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ভূমি অফিসের কর্মকর্তাদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, একটা মানুষের কত টাকা দরকার। কারো কারো সম্পর্কে ১২ থেকে ১৫ পার্সেন্ট টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ শুনছি আমি। সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী? সবাইকে সতর্ক করে দিয়ে ঠিকমত দায়িত্ব পালনের নির্দেশ দেন সাইফুজ্জামান চৌধুরী। এমএ/ ০৩ ফেবরুয়ারি

চট্টগ্রাম, ০৩ ফেবরুয়ারি- চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ সফরে গিয়ে দুর্নীতিতে অভিযুক্ত এক সার্ভেয়ারকে শাসিয়েছেন প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।ওই সার্ভেয়ারের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, খুব বড় বড় অফিসার হয়ে গেছ? আমাদের চেয়েও বড় অফিসার হয়ে গেছ? মানুষকে ক্ষমতা দেখাও? রোববার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ শাখায় আসেন। এ সময় বাঁশখালীর শিহাব উদ্দিন নামে এক ব্যক্তি মন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, অফিসের সার্ভেয়ার পরমেশ্বর চাকমা তার ফাইল আটকে রেখেছে। তাকে নানাভাবে হয়রানি করছে। এ সময় মন্ত্রী সার্ভেয়ার পরমেশ্বরকে তাৎক্ষণিক ডেকে পাঠান। তার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে। বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা কেন? মানুষকে হয়রানি করা-এসব কেনো? পরমেশ্বরকে শাসিয়ে তিনি বলেন, এসবের কারণ কি? তোমরা কি খুব বড় অফিসার হয়ে গেছো? মানুষকে ক্ষমতা দেখাও? এসব সহ্য করা হবে বলে সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ভূমি অফিসের কর্মকর্তাদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, একটা মানুষের কত টাকা দরকার। কারো কারো সম্পর্কে ১২ থেকে ১৫ পার্সেন্ট টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ শুনছি আমি। সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী? সবাইকে সতর্ক করে দিয়ে ঠিকমত দায়িত্ব পালনের নির্দেশ দেন সাইফুজ্জামান চৌধুরী। এমএ/ ০৩ ফেবরুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2sYL9Lg

Post a Comment

0 Comments