বিএনপির অস্তিত্ব হুমকিতে ঢাকা, ০১ ফেব্রুয়ারি- একগুয়েমির মানসিকতা ছেড়ে সংসদে ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দিলে বিএনপির অস্তিত্ব হুমকিতে পড়বে বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ধারণা, ভুল করতে করতে বিএনপি এখন নেতিবাচক রাজনীতির খাদের কিনারায়। এই ধারা আকড়ে ধরে থাকলে তারা আরো গভীর খাদে পতিত হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়ার সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই মন্ত্রী। বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। শপথ না নিলে ঐক্যফ্রন্ট ভুল করবে মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে। দেশের মত বিদেশের বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি। সংসদে আসার পক্ষে যুক্ত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায় তাহলে তা গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের কারণ হবে। তাদের ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে। নতুন নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্র সংগঠনগুলোর প্রতি অনুরোধ তারা যেন বাধা তৈরি না করে। ডাকসু নির্বাচনে ভোটাভুটি সবসময় হলে হয়েছে, তাই এবার কেন ভিন্ন কিছু হবে? গঠনতন্ত্র ও আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ হলে ডাকসু নির্বাচন বানচালের অশুভ উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এমএ/ ০৫:২২/ ০১ ফেব্রুয়ারি

ঢাকা, ০১ ফেব্রুয়ারি- একগুয়েমির মানসিকতা ছেড়ে সংসদে ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দিলে বিএনপির অস্তিত্ব হুমকিতে পড়বে বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ধারণা, ভুল করতে করতে বিএনপি এখন নেতিবাচক রাজনীতির খাদের কিনারায়। এই ধারা আকড়ে ধরে থাকলে তারা আরো গভীর খাদে পতিত হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়ার সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই মন্ত্রী। বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। শপথ না নিলে ঐক্যফ্রন্ট ভুল করবে মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে। দেশের মত বিদেশের বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি। সংসদে আসার পক্ষে যুক্ত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায় তাহলে তা গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের কারণ হবে। তাদের ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে। নতুন নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্র সংগঠনগুলোর প্রতি অনুরোধ তারা যেন বাধা তৈরি না করে। ডাকসু নির্বাচনে ভোটাভুটি সবসময় হলে হয়েছে, তাই এবার কেন ভিন্ন কিছু হবে? গঠনতন্ত্র ও আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ হলে ডাকসু নির্বাচন বানচালের অশুভ উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এমএ/ ০৫:২২/ ০১ ফেব্রুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Gg4hMp

Post a Comment

0 Comments