ঢাকা, ০৩ ফেবরুয়ারি- গুরুতর অসুস্থ প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ২টার দিকে বিএনপি মহাসচিব রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি আলাউদ্দিন আলীকে দেখতে যান। এসময় ফখরুল তার শয্যাপাশে কিছু সময় কাটান।তার মাথায় হাত রেখে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। ফখরুল আলাউদ্দিন আলীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন।তাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন। হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ। গত ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। সূত্র: যুগান্তর এমএ/ ০৩ ফেবরুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TtiEkv