পাঞ্জাবকে হারাল ইস্টবেঙ্গল, আই লিগ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল লাল-হলুদ ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি- ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত প্রচণ্ড টেনশনে কাটাতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। মরণ-বাঁচন পরিস্থিতি ছিল। প্রতিবারই বলতে গেলে এমনটাই হয় ইস্টবেঙ্গলের সঙ্গে। শেষমেশ তীরে এসে তরি ডোবে। এবারও তাই আশঙ্কা ছিল। আর পরিস্থিতিও তৈরি হয়েছে সেরকমই। তবে এবার এখনও পর্যন্ত লিগ জয়ের লড়াইয়ে টিকে রয়েছে ইস্টবেঙ্গল। রবিবার মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত চেন্নাই। পঞ্চকুলার তাউ দেবি লাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত শেষ হাসল হাসল লাল-হলুদ শিবির। এনরিক এসকুয়েদার গোলে পাঞ্জাব-বধ করল ইস্টবেঙ্গল। একইসঙ্গে খেতাব জয়ের দৌড়ে টিকে রইল তারা।

from Zee24Ghanta: Sports News https://ift.tt/2C17Inx
নিজস্ব প্রতিনিধি- ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত প্রচণ্ড টেনশনে কাটাতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। মরণ-বাঁচন পরিস্থিতি ছিল। প্রতিবারই বলতে গেলে এমনটাই হয় ইস্টবেঙ্গলের সঙ্গে। শেষমেশ তীরে এসে তরি ডোবে। এবারও তাই আশঙ্কা ছিল। আর পরিস্থিতিও তৈরি হয়েছে সেরকমই। তবে এবার এখনও পর্যন্ত লিগ জয়ের লড়াইয়ে টিকে রয়েছে ইস্টবেঙ্গল। রবিবার মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত চেন্নাই। পঞ্চকুলার তাউ দেবি লাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত শেষ হাসল হাসল লাল-হলুদ শিবির। এনরিক এসকুয়েদার গোলে পাঞ্জাব-বধ করল ইস্টবেঙ্গল। একইসঙ্গে খেতাব জয়ের দৌড়ে টিকে রইল তারা।

Post a Comment

0 Comments