নিজস্ব প্রতিবেদন: সিঁথিকাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। কাল অভিযুক্ত SI-এর বয়ান রেকর্ড করেছে গোয়েন্দারা। আসুরা বিবির বয়ান বদলে আস্থা নেই পুলিসি তদন্তে। এবার হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত মৃত রাজকুমার সাউয়ের পরিবার। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে যাচ্ছে মৃতের পরিবার। এর আগেই মৌখিকভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।  আরও পড়ুন: সিঁথিকাণ্ডে CBI তদন্তের আর্জি জানাতে হাইকোর্টে মৃতের পরিবার ঘটনার সূত্রপাত, ১০ ফেব্রুয়ারি। এদিন সকাল এগারোটা নাগাদ চুরির অভিযোগ সিঁথি থানায় নিয়ে আসা হয় কাগজকুড়ানি আশুরা বিবি ও বাহান্ন বছরের রাজকুমার সাউকে। এরপর লকাপেই মৃত্যু হয় রাজকুমারের। ঘটনায় মৃতর পরিবারের অভিযোগ, থানায় পুলিসের মারধরে মৃত্য়ু হয়েছে প্রৌঢ়র। এদিন রাত থেকেই এরপরেই দফায় দফায় থানার সামনে উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক রং লাগে ঘচনায়। রাস্তায় নামে বিজেপিও।

from Zee24Ghanta: Kolkata News https://ift.tt/2HxaP93
নিজস্ব প্রতিবেদন: সিঁথিকাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। কাল অভিযুক্ত SI-এর বয়ান রেকর্ড করেছে গোয়েন্দারা। আসুরা বিবির বয়ান বদলে আস্থা নেই পুলিসি তদন্তে। এবার হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত মৃত রাজকুমার সাউয়ের পরিবার। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে যাচ্ছে মৃতের পরিবার। এর আগেই মৌখিকভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।  আরও পড়ুন: সিঁথিকাণ্ডে CBI তদন্তের আর্জি জানাতে হাইকোর্টে মৃতের পরিবার ঘটনার সূত্রপাত, ১০ ফেব্রুয়ারি। এদিন সকাল এগারোটা নাগাদ চুরির অভিযোগ সিঁথি থানায় নিয়ে আসা হয় কাগজকুড়ানি আশুরা বিবি ও বাহান্ন বছরের রাজকুমার সাউকে। এরপর লকাপেই মৃত্যু হয় রাজকুমারের। ঘটনায় মৃতর পরিবারের অভিযোগ, থানায় পুলিসের মারধরে মৃত্য়ু হয়েছে প্রৌঢ়র। এদিন রাত থেকেই এরপরেই দফায় দফায় থানার সামনে উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক রং লাগে ঘচনায়। রাস্তায় নামে বিজেপিও।