ঢাকা, ০২ ফেব্রুয়ারি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় করবেন আজ শনিবার (২ ফেব্রুয়ারি)। এ জন্য তিনি বিকাল সাড়ে ৩টায় গণভবনে নেতাদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জোটের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে সেখানে কর্মরত একজন ব্যক্তির হাতে চিঠিটি পৌঁছে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান জোটের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। জানা গেছে, ফ্রন্টের পক্ষে গণফোরামের নিবার্হী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী স্বাক্ষরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই চিঠি পাঠানো হয়। গণভবনে পাঠানো জাতীয় ঐক্যফ্রন্টের চিঠিতে বলা হয়েছে, গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে। কমিটি এই চা-চক্রে অংশ না নেয়ার ব্যাপারে সবর্সম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, ৩০ ডিসেম্বর নিবার্চনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেইদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নিবার্চন করার ক্ষমতা হরণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়। উল্লেখ্য, একাদশ সংসদ নিবার্চনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সরকার সংলাপ করেছে, তাদের আজ গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টের নেতারা গত ২৬ জানুয়ারি এ দাওয়াতের চিঠি পান। চিঠি পাওয়ার পর থেকেই তারা চা-চক্রে যাবেন না বলে জানিয়ে আসছেন। আর বৃহস্পতিবার বিকালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির বৈঠকে গণভবনে চা-চক্রের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত হয়। সূত্র: বিডি২৪লাইভ এইচ/১৪:২৫/০২ ফেব্রুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2S0Sitr