নারায়ণগঞ্জ, ০২ ফেব্রুয়ারি- বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করা নিয়ে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। সেতুমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলকে, যারা ডায়ালগে অংশ নিয়েছিলেন সকলকেই তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির রাজনীতির এমন নেতিবাচক ধারা যেখানে সৌজন্যবোধও হারিয়ে গেছে। তার প্রমাণ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে অংশ না নেওয়া। যেকোনো নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দলের জন্য শুভকর নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। কাঁচপুর সেতুর প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি। সূত্র: বিডি২৪লাইভ এইচ/১৪:৩২/০২ ফেব্রুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2sYhwtq